চিৎকারে ভাঙল ঘুম, ঘরে গিয়ে দেখেন মৃত্যুযন্ত্রণায় ছটফট করছেন মা-মেয়ে

কুমিল্লার মুরাদনগরে বিষপানে মা-মেয়ে আত্মহত্যা করেছেন। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- পরমতলা গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী পারভীন আক্তার ও তার মেয়ে মিম আক্তার। এর মধ্যে মানসিক ভারসাম্যহীন ছিলেন মিম।

জানা গেছে, তিন বছর আগ থেকে ধারদেনা করে মানসিক ভারসাম্যহীন মেয়ের চিকিৎসা চালাচ্ছিলেন মা পারভীন আক্তার। এর মধ্যেই দেড় বছর আগে মারা যান তার স্বামী। এরপর সংসারে টানাপোড়েন আরো বেশি শুরু হয়। তবু মেয়ের চিকিৎসার খরচ চালাচ্ছিলেন তিনি। কিন্তু সুস্থ না হওয়ায় শনিবার ভোর ৪টার দিকে প্রথমে বিষপান করেন মা পারভীন। পরে মিমকে জোর করে বিষ খাওয়ান।

একপর্যায়ে মিমের চিৎকারে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরীপুরে নেয়ার সময় পারভীন মারা যান। এছাড়া কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান মেয়ে।

পারভীন আক্তারের বড় ছেলের স্ত্রী বলেন, প্রতিদিনের মতো পরিবারের সবাই রাতে খাবার খেয়ে ঘুমাতে যাই। ভোর ৪টার দিকে চিৎকারে ঘুম ভাঙলে ঘরে গিয়ে দেখি মৃত্যুযন্ত্রণায় ছটফট করছেন আমার ননদ ও শাশুড়ি। পরে তাদের উদ্ধার করেন আশপাশের লোকজন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*