
শিশুটির নাম সাজেক । ছোট বেলায় পাখিটিকে সে কুড়িয়ে পেয়েছিল,তখন পাখিটিকে সে বাসায় নিয়ে যায়।
তারপর থেকে পাখিটিকে সে লালন পালন করে বড় করে তুলে । পাখিটি আস্তে আস্তে পোষ মেনে যায় , পাখিটি তাকে ছাড়া কিছুই বুজে না ।
সাজেক ও পাখিটিকে অনেক ভালবাসে । পাখিটি সারাদিন তার সাথেই থাকে। ঘু’মায়ও তার সাথে, পরিবারের সবাই তাকে অনেক আদর করে ।
সাজেক আস্তে আস্তে শালিকটিকে কথা শিখায় , সে অনেক কথায় বলতে পারে । সবার নাম ধরে ডাকতে পারে । সাজেক ছাড়া কিছুই বুজে না
Leave a Reply