ডাক্তার ডাকতে গিয়ে প্রাণ গেল বাবার, খবর শুনে প্রাণ গেল ছেলের

নিজের অসুস্থ ছেলের জন্য চিকিৎসক আনতে যাচ্ছিলেন বাবা। চিকিৎসকের কাছে পৌঁছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এ খবর শুনে বাড়িতে মৃত্যু হয় অসুস্থ ছেলেরও। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা হাশেম আলী ও তার ছেলে শিমুল হোসেন। রাতে তাদের দাফন সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া গ্রামের বাসিন্দা হাশেম আলী (৬৫) কৃষিকাজ করেন। আর তার ছেলে শিমুল হোসেন (৩৫) শহরের একটি লেদের ওয়ার্কশপে শ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবার বিকেলে তারা ভেকুটিয়া গ্রামের শেখাপাড়ার নিজ বাড়ি অবস্থান করছিলেন। বাড়িতে গল্পগুজবের সময় হঠাৎ শিমুল অসুস্থ হয়ে পড়েন।

পরবর্তীতে এই অবস্থা দেখে বাবা হাশেম আলী পল্লি চিকিৎসককে ডাকার জন্য বাড়ি থেকে বের হন। তিনি ভেকুটিয়ায় ইউনিয়ন পরিষদের কাছাকাছি পৌঁছালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। এ খবর বাড়িতে পৌঁছালে ছেলে শিমুল হোসেন আরও অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। আরবপুর ইউনিয়নের চেয়ারম্যানে শাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শিমুল অসুস্থ হয়ে পড়লে হাশেম আলী ইউনিয়ন পরিষদের সামনের আজাহার ডাক্তারকে ডাকতে যান। কিন্তু সেখানে যাওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। সেই খবর শুনে ছেলে শিমুলও হৃদরোগে মারা যান। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাতে তাদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*