
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, দেশের মোট ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। সোমবার (২৮ নভেম্বর) আজ সোমবার দুপুর ১২টায় এ ফল প্রকাশ করা হয়।
ফলাফল অনুযায়ী, দেশের মোট ২৯ হাজার ৬৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ২ হাজার ৯৭৫টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
এ ছাড়া এবার জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন এবং ছাত্রের সংখ্যা ১ লাখ ২১ হাজার ১৫৬। গত বছর এসএসসি পরীক্ষায় মোট ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছরের চেয়ে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ৩২টি।
Leave a Reply